করোনায় বাউফলে ১৯ হাজার দিনমজুর পরিবার খাদ্য সহায়তার আওতাভূক্ত

করোনায় বাউফলে ১৯ হাজার দিনমজুর পরিবার  খাদ্য সহায়তার আওতাভূক্ত

সাইফুল ইসলাম, বরিশাল লাইভ : বাউফলে করোনায় ঘরমুখী ১৯ হাজার দিনমজুর পরিবারকে বিনামূল্যে খাদ্য সহায়তার আওতাভুক্ত নেওয়া হয়েছে। ১ সপ্তাহে উপজেলায় ২৩শত পরিবারকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। আগামী দিনগুলোতে পর্যাক্রমে দিন মজুর পরিবারকে খাদ্য পৌঁছানো হবে। ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা কর্মী মাধ্যমে তালিকা প্রনয়ন অব্যাহত রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছ্,ে বাউফল উপজেলা পৌরসভাসহ প্রত্যেক ইউনিয়নে কমবেশী খাদ্য বিতরণ চলমান রয়েছে। এ পর্যন্ত প্রায় দু হাজার ৩ শত প্যাকেজ প্রদান করা হয়েছে। প্রতিটি প্যাকেজে রয়েছে চাল ১০ কেজি, ডাল ১ কেজি ,আলু ৫ কেজি, তৈল ১ কেজি, এবং একটি সাবান রয়েছে। যার মানি ভেল্যু হচ্ছে ৮শত ১২ টাকা। মাননীয় প্রধানমন্ত্রী দেয়ার ঘোষনা অনুযায়ী ত্রান তহবিল থেকে খাদ্য সরবরাহ করা হচ্ছ। বাউফল ইউপি জসীম উদ্দিন খান জানান,করোনা আমাদের দুটি তালিকা প্রনয়ন করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রতিটি ওয়ার্ড থেকে ১০ জনের তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১০ পেশাজীবীর (রিকসা চালক , রেষ্টরুন্ট. মুদি দোকান, শ্রমিক, নাপিত, ধোপা ভবগুর নিয়ে খানা ভিত্তিক তালিকা হচ্ছে। কি কারনে তালিকা হচ্ছে এ বিষয় আমাদের নিদের্শনা নেই। উপজেলা পিআইও রাজিব বিশ্বাস মুঠোফোনে জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেয়া ঘোষনা অনুযায়ী খাদ্য সরবরাহ অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ স্বস্ব এলাকায় পৌঁছে দিতে দেখা গেছে। এ ক্ষেত্রে জন প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীদের সহযোগিতা রয়েছে। এ পদ্ধতি দিন মজুর মধ্যে খাদ্য সরবরাহ চলমান থাকলে প্রকৃত দিন মজুর খাদ্য পাবে বলে সুধী মহল একমত পোষন করেন ।